নিজস্ব প্রতিবেদকঃ
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর মহাখালী থেকে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকাল ৫ ঘটিকায় কাঁচা বাজার সংলগ্ন খাবার-দাবার হোটেলের সামনে থেকে সুমন (২৪) ও রবিউল (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন বনানী থানার অন্তর্গত সাততলা ফাঁড়ির ইনচার্জ এসআই বিশ্বজিৎ দাস ও এএসঅাই দেলোয়ার।
এসআই বিশ্বজিৎ দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার একটি অভিযানিক দল মহাখালী কাঁচা-বাজার এলাকায় অবস্থান করেন। তাদের কাছে তথ্য ছিল রাজধানীর বাহির থেকে একটি মাদক চোরাচালানী চক্র মহাখালী এলাকায় গাঁজার চালান নিয়ে আসছে। এই তথ্যের ভিওিতে অভিযান পরিচালনা করে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
বিশ্বজিৎ দাস জানান, সুমন ও রবিউল নামে দুই মাদক ব্যবসায়ী প্রায়ই মহাখালী এলাকায় মাদকের চালান পৌঁছে দিত। উক্ত মাদক ব্যবসায়ী চক্রটিকে গ্রেপ্তার করার জন্য বনানী থানা পুলিশ অনেক আগে থেকেই চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আজম মিয়া বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের সাথে মহাখালীতে কারা জড়িত সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের সাথে জড়িতদেরও গ্রেপ্তারে অভিযান চলবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।