সার্বিক শেয়ারবাজারে মন্দা দেখা দিলেও গত সপ্তাহজুড়ে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে সাধারণ বীমা কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। গেল সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩৪ দশমিক ১৯ শতাংশ।
এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ জন্য বিনিয়োগকারীদের সতর্ক করতে রোববার (১১ এপ্রিল) সতর্ক বার্তা প্রকাশ করেছে ডিএসই।
ডিএসই জানিয়েছে, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণে ৮ এপ্রিল কোম্পানিটিকে নোটিশ করা হয়।
জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, প্রায় এক মাস ধরে কোম্পানিটির শেয়ার দাম বাড়ছে। গত ২১ মার্চ কোম্পানিটির শেয়ার দাম ছিল ৬৪ টাকা। সেখান থেকে টানা বেড়ে প্রতিষ্ঠানটির শেয়ার দাম ৯৯ টাকায় উঠেছে।
শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। তার আগে ২০১৮ সালেও ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আর ২০১৭ ও ২০১৬ সালে ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয় বীমা কোম্পানিটি।