শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি: এয়ারপোর্ট থানার সাধারণ ডায়েরী নং-৫৯৭, তাং-১২/০৪/২০২১খ্রিঃ তারিখ থানা এলাকায় সঙ্গীয় ফোর্স সহ রাত্রীকালীন সিয়েরা-৩১ ডিউটি করাকালীন অদ্য ১৩/০৪/২০২১খ্রিঃ ভোর অনুমান ০৫.১০ ঘটিকার সময় এয়ারপোর্ট থানাধীন বড়শালাস্থ বাইপাসে চেকপোস্ট করাকালে একটি সিএনজি, যার রেজিঃ নং-সিলেট থ-১২-৫৬৬৪ দ্রুত গতিতে ০৪ জন আরোহীসহ সিলেট শহরের দিকে যাওয়ার সময় সিগ্যানাল দিলে সিগ্যানাল অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বর্ণিত ঘটনাস্থলে গিয়ে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টিয়ে যায়। তখন এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় ঘটনাস্থল হতে সিএনজিতে থাকা চালক সহ ০৪ জনকে আহত অবস্থায় আটক করেন।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, কোম্পানীগঞ্জ থানাধীন বর্ণি গ্রাম হতে একটি গরু চুরি করে উক্ত গরু জবাই করে বিক্রির উদ্দেশ্যে সিলেট শহরে যাচ্ছিল। তখন সিএনজি গাড়ী তল্লাশী করে একটি প্লাসিকের বস্তায় রক্ষিত জবাইকৃত ০১টি গরুর ০৩টি কাটা অংশ, ০১টি সিএনজি, ০১টি কাটার, ০১টি চাকু, ০১টি লোহার দা সহ উপস্থিত সাক্ষীদের সম্মুখে এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ জব্দ তালিকা মূলে জব্দ করেন। অতঃপর আহত আসামীদের প্রাথমিক চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ০১ জন আসামী বর্তমানে ভর্তি আছে বাকী আসামীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন : সারাদেশের জন্য অপেক্ষা করছে করোনার বিপদ