প্রত্যয় ওয়েব ডেস্ক রিপোর্টঃ টিকা গ্রহণকারী সকল ভ্রমণকারীকে স্পেন আগামী ৭ জুন থেকে প্রবেশাধিকার দিচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুক্রবার এ কথা জানান। এতে পর্যটনের হটস্পট হিসেবে পরিচিত স্পেনের ভ্রমণশিল্প চাঙ্গা হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে যা করোনার কারণে পর্যুদস্ত হয়ে পড়েছিল।
মাদ্রিদে আন্তর্জাতিক পর্যটন মেলায় সানচেজ বলেন, আগামী ৭ জুন থেকে টিকা গ্রহণকারী সকলকে ও তাদের পরিবারকে স্পেনে স্বাগত জানানো হবে। তিনি আরো ঘোষণা দেন, ব্রিটিশ ভ্রমণকারীরা আগামী সপ্তাহ থেকে অবকাশ যাপনের জন্যে স্পেন ভ্রমণ করতে পারবে। তিনি বলেন, আগামী সোমবার ২৪ মে স্পেন আবারো আনন্দের সঙ্গে ব্রিটিশ পর্যটকদের গ্রহণ করবে। কোন নিষেধাজ্ঞা ছাড়াই তারা প্রবেশের অনুমতি পাবে বলে তিনি উল্লেখ করেন। এমনকি তাদেরকে করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফলও উল্লেখ করতে হবে না। এদিকে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাপানী ভ্রমণকারীরাও সোমবার থেকে স্পেন ভ্রমণ করতে পারবে।
ইউরোপ জুড়ে ভ্রমণের দুয়ার খুলে দিতে কোভিড-১৯ এর সার্টিফিকেট এর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য রাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছার একদিন পর স্পেন এ ঘোষণা দিয়েছে। চুক্তি অনুযায়ী সংস্থাভুক্ত সকল দেশের নাগরিকরা জুনের শেষ নাগাদ ডিজিটাল স্বাস্থ্য পাস পাবে। এতে টিকা গ্রহনের অবস্থা, করোনা পরীক্ষার ফলাফল কিংবা করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার বিষয়টি জানা যাবে।