ইটালিয়ান ভাষায় প্রকাশিত ‘দ্যা প্রোটেকশন অব মাইনরস হু অ্যারাইভ ইন ইটালি অ্যালোন’ শিরোনামে প্রকাশিত নীতিমালাটি আশ্রয়প্রার্থী শিশুদের সহায়তাদানকারী সমাজকর্মী ও তাদের স্থানীয় অভিভাবকদের অভিবাসন বিষয়ে সংশ্লিষ্ট আইন ও এ বিষয়ক প্রক্রিয়া বুঝতে সহায়তা করবে৷
নীতিমালায় যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে ত হলো, আশ্রয়প্রার্থী অপ্রাপ্তবয়স্ক শিশুদের চিহ্নিতকরণ ও তাদের বয়স নির্ধারণ, তাদের ১২৮ বছর পূর্ণ হওয়ার পরে ইটালিতে থাকার অনুমতি বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র পরিবর্তনসহ নানা দিক৷
আরও পড়ুন : ইটালিতে অভিভাবকহীন অভিবাসী শিশু: এক চতুর্থাংশই বাংলাদেশি
ইটালিতে শরণার্থীদের সহায়তাদানকারী সংগঠনটি জানায়, এ নীতিমালার উদ্দেশ্য হলো অপ্রাপ্তবয়স্ক শরণার্থীদের অধিকার ও সম্মান নিশ্চিত করা৷
সংগঠটি করোনাভাইরাসের মহামারির কারণে ইটালিতে আসা আশ্রয়প্রার্থীদের অধিকার নিশ্চিত হওয়া, অপ্রাপ্তবয়স্ক আশ্রয়প্রার্থীদের আইনি সুযোগ-সুবিধা, তাদের থাকার ব্যবস্থা এবংসামাজিক সুযোগ ও চাকরির পাওয়ার ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্তকরণের বিষয়ে ‘মারাত্বক প্রভাব’ পড়ছে৷
উল্লেখ্য, ‘নেভার এলোন অ্যাগেইন’ প্রজেক্টের অংশ হিসেবে এই নীতিমালাটি প্রবর্তন করে সংগঠনটি৷
সুত্র :ইনফোমাইগ্রেন্টস