গাজী তাহের লিটন, ভোলা: বুড়িগঙ্গা!এ নদীর তীরেই গড়ে উঠেছে রাজধানী ঢাকা।সভ্যতার ক্রমবিকাশে বাঙ্গালি জাতি অনেক ভালো কিছু অর্জন করলেও সচ্ছতায় ছলছল প্রিয় নদী বুড়িগঙ্গাকে তারাই দুষিত করে ফেলেছে।নির্মল, নিখাঁদ ভালোবাসায় নদীটির স্রোতধারা এখন আর হাসে না,শুধু নিভৃতে কাঁদে!
লক্ষণীয়: শহর ঢাকার সব ময়লা, আর নদীর তীরে বৈধ ও অবৈধভাবে গড়ে ওঠা শিল্প-কল-কারখানার বর্জ্য প্রতিনিয়ত ফেলা হচ্ছে বুড়িগঙ্গায়।দুষিত নদীর দুর্গন্ধে চারপাশের বাতাস ভারী হয়ে উঠে।দেখার যেনো কেউ নেই!
এতো সুন্দর একটি নদী, জাতির সভ্যতার অহংকার হতে পারতো। এ নদীকে ঘিরেই পর্যটন বিশ্বে ঢাকা স্থান করে নিতে পারতো শ্রেষ্ঠ রাজধানী হিসেবে। কিন্তু, তা হলো না! সরকার আসে, সরকার যায়; বুড়িগঙ্গা নদী রক্ষায় তেমন কিছুই হয় না!