স্টাফ রিপোর্টারঃ রাজধানীর দক্ষিনখান থানার অধিনস্থ একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে কশাই বাড়ি রেলগেইটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
সোমবার (১৮ মে) বেলা সাড়ে ৩টার সময় দক্ষিনখানের কশাই বাড়ির ইন্ট্রাকো ফ্যাশন লিঃ নামক পোশাক কারখানার শ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে কশাই বাড়ি রেলগেইট-দক্ষিনখান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল।
ইন্ট্রাকো ফ্যাশন লিঃ এর শ্রমিক নেতা রুবেল বলেন, অএ প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শ্রমিক এখনো মার্চ মাসের বেতন পাননি। এই করোনার মধ্যে জীবনের রিস্ক নিয়ে আমরা কাজ করছি অথচ মে মাসের ১৮ তারিখ আজ এখনো কোন শ্রমিকের মোবাইল ব্যাংকিং একাউন্টে এপ্রিল মাসের বেতন ঢুকেনি।
তিনি বলেন, বছর শেষে ছুটির টাকা এখনো আমরা পাইনি। জানুয়ারি মাস থেকে মালিক ‘১০ দিন পর, ২০ দিন পর, আগামী মাসে দিব’ এভাবে করে তালবাহানা করে আসছে। সর্বশেষ মার্চ মাসে বলেছিল মে মাসের ৫ তারিখ ছুটির টাকা যেভাবেই হোক দিবে। এখন মালিক বলে, ‘আমি একথা বলিনি। ঈদের পর আবার মিটিং করে জানাবো।’ এছাড়া সবচেয়ে দুঃখের কথা হলো সামনে ঈদের বাকি কয়দিন। ঈদ বোনাস নিয়েও মালিক তালবাহানা শুরু করেছে। ঈদ বোনাস কবে, কখন, কিভাবে দিবে সে বিষয়ে আমরা কোন সিদ্ধান্ত এখনো পাইনি তাই বাদ্ধ হয়ে কাজ বন্ধ করে রাস্তায় নেমেছি।
ইন্ট্রাকো ফ্যাশনের শ্রমিক নার্গিস বলেন, বেতন নিয়ে নয়ছয় করাটা আমাদের মালিকের স্বভাব। পাঁচ বছর ধরে কাজ করছি। প্রতিমাসেই এক কাহিনী। আন্দোলন না করে আমরা বেতন পাইনা।
দক্ষিনখান থানার এসআই সুজন জানান, বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ইন্ট্রাকো ডিজাইন লিঃ নামক গার্মেন্টসের শ্রমিকরা পথ অবরোধ করে বিক্ষোভ করছে। মালিক পক্ষ ও বিজিএমইএ’র সাথে যোগাযোগ করে এর সমাধানের চেষ্টা করা হচ্ছে।