দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ মো. শামীম আহমেদ (৩২) নামে পুলিশের উপ-সহকারী পরিদর্শককে (এএসআই) আটক করেছে কোতয়ালি থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকা থেকে তাকে মাদকসহ আটক করা হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সচীন চাকমা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুজন সরকার এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানকালে ওই পুলিশ সদস্যের কাছ থেকে ৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।
আটককৃত ওই পুলিশের এএসআই দিনাজপুর পুলিশ লাইনসে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের উপসহকারী পরিদর্শক (এএসআই) পদে কর্মরত আছেন বলে জানা যায়।
দিনাজপুর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার) বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতেই তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪ (খ) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এর বাইরে আমরা ডিপার্টমেন্টালভাবেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। মাদক মামলায় আটকের বিষয়টি তদন্ত করছেন দিনাজপুর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দীন।’
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..