নিজস্ব প্রতিবেদক: তরুণ প্রজন্মের মেধাবী সংগীতশিল্পী পিজিত প্রসেঞ্জিত মহাজন।চট্টগ্রামের ব্যান্ড সংগীতের সাথে বেড়ে উঠা পিজিত ঢাকার মিডিয়া পাড়ায় একের পর এক নতুন গান উপহার দিচ্ছেন,সাথে টিভি প্রোগ্রাম ও স্টেজ কন্সার্ট ও করে যাচ্ছেন নিয়মিত।
ইতিমধ্যে তার এক ডজনের ও বেশী মৌলিক গান প্রকাশিত হয়েছে দেশের স্বনামধন্য সব প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে।
২ই ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় প্রকাশিত হবে পিজিতের নতুন গান ‘ভুল’।গানের কথা লিখেছেন ফকির হযরত শাহ,সুর পিজিত এর এবং সংগীত করেছেন অনিম খান। গানে সুন্দর বংশী বাজিঁয়েছেন দেশ সেরা বাশিবাদক কামরুল আহম্মেদ, গান টি প্রকাশিত হবে পপি মাল্টিমিডিয়ার ব্যানারে।
পিজিত বলেন “ভুল” গানের পুরো টিমের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই,বিশেষ করে পপি মাল্টিমিডিয়ার কর্ণধার রাসেল মাল এর প্রতি। এই গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এই সময়ের সুপরিচিত মডেল দেব,কবিতা, এবং বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন প্রতিভাবান গীতিকার এম এ আলম শুভ।
মিউজিক ভিডিও দৃশ্য ধারন করেছেন শেখ সাদী,রং বিন্যাস এবং সম্পাদন করেছেন এস কে জয়।
পোস্টার ডিজাইন করেছেন পারভেজ,মেক আপে ছিলেন ছোট্ট পলাশ,ঢাকার বিভিন্ন সুন্দর লোকেশানে এই গানের দৃশ্যায়ন করা হয়।
ডিরেকশানে ছিল “পি এম রেকর্ডস”।
তাছাড়াপ্রকাশের অপেক্ষায় রয়েছে পিজিতের আরো বেশ কিছু গান।জাতীয় পুরস্কার প্রাপ্ত সুরকার প্লাবন কোরেশীর লেখায় “পাগলী” এম এ আলম শুভ র লেখায় “গল্প’, সাইফুল বারীর লেখায় “পোড়ামন, অনুপম চৌধুরীর লেখায় “সঁই”, প্রবীর দত্ত সাজুর লেখায় “বৃষ্টির গান”, শিরোনামের গান সহ আরো দুই ডজন খানেক গান।
তাছাড়া পিজিতের সুরেও কাজ করছেন নতুন পুরাতন অনেক সংগীত শিল্পী, এর মধ্যে উল্লেখযোগ্য একটি গান দুই বাংলার প্রিয় মুখ সংগীতশিল্পী সমরজিৎ রায় পিজিতের সুরে একটি গান গেয়েছেন, গান টি লিখেছেন শেখ নজরুল।
পিজিত ইতিমধ্যে গান গেয়েছেন দেশের কিংবদন্তী সংগীত শিল্পী আবিদা সুলতানা,রফিকুল আলম,ফরিদা পারভীন,কিরন চন্দ্র রায়,চন্দনা মজুমদার এবং ফাহমিদা নবীর সাথে দেশের গানে।
গত ঈদে প্রকাশিত হয়েছিল জি সিরিজের প্রযোজনায় রন্টি-পিজিতের দ্বৈত গান,পিজিতের কথা সুরে গানটির সংগীত আয়োজন করেছিলেন সুমন কল্যান।