দৈনিক প্রত্যয় ডেস্কঃ যুক্তরাষ্ট্রে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করে কৃষ্ণাঙ্গ যুবককে সিনেমাটিক কায়দায় হাঁটুর মধ্যে চেপে শ্বাসরোধে হত্যা করেছে মিনেসোটার শ্বেতাঙ্গ এক পুলিশ অফিসার।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
সোমবারের (২৫ মে) ওই ঘটনায় মিনেসোটার পুলিশ প্রধান জানিয়েছেন, তাতে জড়িত চার পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে।
তবে পুলিশ অফিসারদের নাম প্রকাশ করা না হলেও, নিহত যুবক জর্জ লয়েডের পরিবারের আইনজীবী ভিডিওতে দেখা দুজনের নাম শনাক্ত করেছেন- ডেরেক চাওভিন ও ট থাও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই হত্যাকাণ্ডের ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, জর্জ ফ্লয়েড নামে কৃষ্ণাঙ্গ যুবকের শরীর গাড়ির নিচে রেখে গলা বের করে হাঁটু দিয়ে চেপে ধরেছেন এক পুলিশ। শ্বেতাঙ্গ পুলিশ অফিসারকে ফ্লয়েড বলছিলেন- “আমি দম নিতে পারছি না।”
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ঘটা মিনেপোলিসের ঘটনাটি তদন্ত করবে তারা।
মিনেসোটা পুলিশ জানিয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর ‘মেডিকেল ইনসিডেন্টে’ তার মৃত্যু হয়েছে ৪৬ বছর বয়সী ফ্লয়েডের। তিনি একটি রেস্টুরেস্টে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
ফ্লয়েডকে জালিয়াতির অভিযোগে সোমবার গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের গাড়ির নিচে তাকে যখন হাঁটু দিয়ে দম চেপে ধরা হয়েছিল তখন খালি গায়ে ছিলেন তিনি। গুঙিয়ে গুঙিয়ে বলছিলেন- “প্লিজ, প্লিজ, প্লিজ আমি শ্বাস নিতে পারছি না। দয়া করো।”
এর কয়েক মিনিট পর একজন পুলিশ অফিসারকে বলতে শোনা যায়- ‘রিলাক্স’।
ফ্লয়েড জবাব দেন- “ম্যান, আমি দম নিতে পারছি না।”
কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে যান ফ্লয়েড। গলায় চেপে ধরা হাঁটু তুলে আনেন শ্বেতাঙ্গ পুলিশ অফিসারটি।
সূত্র: এবিসি নিউজ, ডেইলিমেইল
ভিডিও দেখুন নিচে
https://youtu.be/e6TRbEKio7k
ডিপিআর/ জাহিরুল মিলন