হৃদের মতি
-তাহমিনা ইয়াসমিন(তাসপিয়া)
ডায়েরীর কভার ধুলোয় লুকিয়েছে
শেষ পাতাটাও পোকায় খেয়েছে।
চলছে গল্প অন্তহীন-অনন্তকাল,
মগজ বলে, ‘বেঁধে দাও এবার গল্পের মাঝে আল।’
হৃদ বলে, আরেহ দেয় না ছেড়ে,
কে জানে কি হবে আবার কাল?
জানিনা কাল হবে কি জেগে নাকি ঘুমিয়ে থাকার।
জানিনা কাল হবে কি আকাশের শিল্প পাখিরা।
জানিনা কাল থাকবে কি প্রজাপতির ডানার রঙিন।
জানিনা কাল থাকবে কি রূপালী গিটারের সুরের বুনন।
আমি জানিনা, কি ছিলো শিরোনাম ডায়েরীর কভারে।
জানিনা শেষ পাতাটা কিভাবে সমাপ্তি টেনেছিলো গল্পের।
তাই,
মগজের চোখ বেঁধে রেখেছি।
আর অন্ধ আমি চলছি পিছু পিছু।
হৃদের হাত ধরে আর সাথে আমার না জানা।
আমি দিয়েছি ছেড়ে গল্পের গতি,
কে জানে কি হবে আবার কাল আমার হৃদের মতি।
তাহমিনা ইয়াসমিন(তাসপিয়া) , ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়