সোমবার থেকে ফের চালু হয়েছে কলকাতা বিমানবন্দর। অফিস খোলার পরে স্যানিটাইজ়ার ব্যবহার করে এবং কর্মীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ শুরু হয়েছে সেখানে। তবে লকডাউন চলায় খুব কম সংখ্যক কর্মীই আসছেন। ফলে বিমান চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, তাই এখন দিনরাত কাজ করছেন ম্যানেজার, এটিসি কর্মী, দমকল, চিকিৎসক, নিরাপত্তা এবং সাফাইকর্মীরা। পণ্য বিমান চলাচল করছে বলে কাজ চালিয়ে যাচ্ছেন পণ্য বিভাগের কর্মীরাও।
সোমবার থেকে বিমানবন্দরের অন্য দফতর খোলা হলেও ওই দিন সেখানে ২৫ শতাংশ কর্মী এসেছিলেন। মঙ্গলবার কর্মী হাজিরা ছিল প্রায় ১০ শতাংশ। কর্মচারী ইউনিয়নের কলকাতা শাখার সম্পাদক শান্তনু বিশ্বাস চিঠি দিয়ে কলকাতা বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্যকে জানিয়েছেন, বিমানবন্দরের বেশির ভাগ কর্মীই আসেন উত্তর ২৪ পরগনা, হাওড়া ও কলকাতা থেকে, যেগুলি এই মুহূর্তে হটস্পট জেলা। এ ছাড়া পরিবহণ ব্যবস্থা না থাকায় কাজে আসতে সমস্যায় পড়ছেন অনেকে।
তবে মঙ্গলবার বিমানবন্দরের অধিকর্তা কৌশিকবাবু জানিয়েছেন, কাজে আসতে কোনও কর্মীকেই, বিশেষত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মীদের জোর করা হচ্ছে না। যে সব আধিকারিকের পক্ষে পৌঁছনো সম্ভব, তাঁদেরই আসতে বলা হয়েছে। বিমান চলাচল স্বাভাবিক রাখতে মহিলা ম্যানেজারেরা যাতায়াত করছেন এবং একটানা ১২ ঘণ্টা ডিউটি করছেন।