ইবি প্রতিনিধি:বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রেক্ষিতে সেশন জট মোকাবেলায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনায় অনলাইন ক্লাস শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলো। তাই অনলাইন ক্লাস করতে স্মার্টফোন ক্রয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা প্রণয়নের নির্দেশনা দিয়েছে কমিশন
নির্দেশনা অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন ও ডাটা সরবরাহের জন্য তালিকা প্রস্তুত করাতে সকল বিভাগীয় সভাপতিকে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অনলাইন শিক্ষা কার্যক্রমে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিভাগের যে সকল শিক্ষার্থীর স্মার্ট ফোন/ ডিভাইস ক্রয়ে আর্থিক সক্ষমতা নেই সে সকল শিক্ষার্থীর বস্তুনিষ্ঠ তালিকার হার্ড কপি আগামী ১৯ আগস্ট ২০২০ এর মধ্যে রেজিস্ট্রার অফিসে এবং সফট কপি রেজিস্ট্রার অফিসের ইমেইলে (register@iu.ac.bd) প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
আজাহারুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি