দৈনিক প্রত্যয় ডেস্কঃ আর্জেন্টিনার তারকা ফুটবলার পাওলো দিবালা করোনভাইরাস থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। দিবালা নিজেই জানালেন, ছয় সপ্তাহেরও বেশি অপেক্ষা করার পরে আর কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন নেই। কারণ তিনি এখন সুস্থ।
ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘প্রোটোকল অনুসারে পাওলো দিবালা কভিড-১৯ এর জন্য ডায়াগনস্টিক টেস্টের ডাবল চেক হয়েছে। দুবারই নেগেটিভ এসেছে। সুতরাং দিবালা সুস্থ হয়ে উঠেছে এবং আর তাঁকে হোম আইসোলেশনে থাকবে হবে না।’
প্রসঙ্গত, গত ২১ মার্চ দিবালার শরীরে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর থেকে সুস্থই হচ্ছিলেন না তিনি। কারণ গত ছয় সপ্তাহে চারবার করোনা টেস্ট করান দিবালা। প্রতিবারই পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে।
এদিকে করোনা আতঙ্ক কাটিয়ে গত মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করেছে জুভেন্টাসের ফুটবলাররা। জানা গেছে, সামাজিক দূরত্ব মেনেই আলাদাভাবে অনুশীলন করেন তারা। তবে অনুশীলনে নামতে পারেননি রোনালদো। কারণ ইতালি সরকারের নিয়ম অনুযায়ী বাইরে থেকে আসলে ১৩ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। সে কারণে বর্তমানে কোয়ারেন্টিনে আছেন সিআর সেভেন।
ডিপিআর/ জাহিরুল মিলন