নিজস্ব প্রতিবেদক: শত শত গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটি লিমিটেড নামে এক ব্রোকারেজ হাউসের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ ও তার স্ত্রী নিপা সুলতানাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে লক্ষ্মীপুর-নোয়াখালী সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
সম্প্রতি ঢাকার পুঁজিবাজারের ব্রোকারেজ হাউস ক্রেস্ট সিকিউরিটিজ গুটিয়ে মালিক শহিদুল্লাহ লাপাত্তা হয়ে যান। এতে হাউসটির মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা বিপাকে পড়েন। করোনাভাইরাসের সঙ্কটকালে তাদের শেয়ার ও অর্থ আটকে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তারা।
ডিবির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এইচএম আজিমুল হক জানান, শত শত গ্রাহকের টাকা আত্মসাৎ করে ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের মালিক মো. শহিদুল্লাহ সস্ত্রীক আত্মগোপন করেন। এরপর প্রতারণার শিকার দুজনে তাদের কাছ থেকে এক কোটি টাকার বেশি নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ করে মামলা করেন। ওই মামলা তদন্তে নেমে তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, ক্রেস্ট সিকিউরিটি মূলত একটি স্টক ব্রোকারেজ হাউস প্রতিষ্ঠান। রাজধানীর পল্টন ও জনসন রোডে দুটি এক্সটেনশন অফিস ছাড়াও প্রগতি সরণি, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় তাদের শাখা অফিস রয়েছে। হাউসটির অধীনে প্রায় ২১ হাজারের মতো অ্যাকাউন্ট রয়েছে। এসব অ্যাকাউন্টে থাকা শেয়ারের বাজার মূল্য ৮২ কোটি টাকার মতো বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।