প্রত্যয় ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত পর্যটন কেন্দ্র আইফেল টাওয়ারের কাছে প্রাসাদোপম একটি ম্যানশন কিনছেন মরক্কোর বাদশা ষষ্ঠ মোহাম্মদ। প্যারিসের অভিজাত চ্যাম্প ডি-মার্সের প্রাসাদটিতে অন্ততটি ১০টি শোয়ার ঘর, সুইমিং পুল, স্পা, খেলার কক্ষ, ৩শ’ স্কয়ার মিটার বাগান ও অনেক গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে। প্রাসাদোপম বাড়িটির আগের মালিক ছিল সৌদি আরবের রাজপরিবার।
মালিকানা ছিল প্রিন্স খালিদ বিন সুলতান বিন আবদুল আজিজ আল-সৌদের হাতে। তাদের কাছ থেকে সরাসরি এটি কিনে নিয়েছেন মরক্কান বাদশাহ। ফলে প্রকৃতপক্ষে কত টাকার বিনিময়ে কেনাবেচাটি সম্পন্ন হয় তা স্পষ্ট নয়। কিন্তু ধারণা করা হচ্ছে, এই প্রাসাদোপম বাড়ির দাম অন্তত ৮ কোটি ইউরো বা ৮শ’ কোটি টাকা হতে পারে। প্রাইভেট এই ম্যানশনটি নির্মাণ করা হয় বেলে ইপোকের তত্ত্বাবধানে প্রথম বিশ্বযুদ্ধের আগে। এটি থেকে আইফেল টাওয়ারের দৃশ্য ভালোভাবে উপভোগ করা যায় অনায়াসে। ম্যানশনটির আয়তন তিন হাজার স্কয়ার মিটার। ব্যবহারের জায়গা ছাড়াও খালি আছে অনেক স্থান।
এসসিআই দেসচ্যানেল কোম্পানির মাধ্যমে বাড়িটি কিনেছেন ষষ্ঠ মোহাম্মদ। তিনি ওই কোম্পানির বেশিরভাগ শেয়ারহোল্ডার। বাদশাহ মোহাম্মদ বিশ্বের সেরা ধনীদের একজন। ফলে এমন একটি বাড়ি তিনি কিনতে পারেন অনায়াসেই। কিন্তু এমন সময় তিনি বাড়িটি কিনেছেন, যখন করোনার কারণে মরক্কোর অর্থনীতি সংকুচিত। দেশটির প্রবৃদ্ধি কমেছে অন্তত ৬ শতাংশ। অর্থনীতি পুনরুদ্ধারে বাদশাহ ৩২শ’ কোটি ডলার ছাড়ের ঘোষণা দিয়েছিলেন। দেশটিতে বেকারত্বের হার ১২ শতাংশ ছাড়িয়েছে।
ফোর্বস ম্যাগাজিনের ২০১৫ সালের এক প্রতিবেদনে বলা হয় বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৬শ’ কোটি ডলার। এই প্রাসাদ ছাড়াও আরও অনেক স্থানে মরক্কোর বাদশাহর প্রাসাদ ও সম্পত্তি রয়েছে।