সিলেট উসমানি মেডিকেল কলেজের চিকিৎসক ডা: মইন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন ছিলেন।তার মৃত্যু সংবাদে মনটা কষ্টে ভরে গেছে, জানিনা আরো কত প্রিয় মানুষেরা এভাবে অকালে চলে যাবেন, এখন আমার ভয় লাগছে বাংলাদেশকে নিয়ে!
মানবতাবাদী চিকিৎসক মইন উদ্দিন ছিলেন সবার প্রিয় ও শ্রদ্ধাভাজন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আজ বুধবার ভোর সাড়ে ৪টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। করোনা আক্রান্ত হয়ে তিনি এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।ডাঃ মইন উদ্দিনের মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।সিলেটে সনাক্ত হওয়া প্রথম করোনা সংক্রমিত ছিলেন তিনি।
অনেক বন্ধুদের কাছ থেকে জানতে পারছি যে করোনা আক্রান্ত রুগীদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে এক শ্রেণীর মানুষ। বাংলাদেশে মৃতের সংখ্যা অর্ধশতকের ঘরে, দিনে দিনে সনাক্তের সংখ্যাও বাড়ছে তবে যেমনটা আমি আগে উল্লেখ করেছি এখন এরকম বাড়ারই কথা, এই গ্রোথ সাইকেল যতো তাড়াতাড়ি শেষ হবে ততই ভাল।
খবরে দেখলাম নারায়ণগঞ্জ থেকে রাতের আঁধারে ট্রলার ও ট্রাকে করে কিশোরগঞ্জ পালিয়ে যাওয়ার সময় কয়েকশো মানুষকে আটক করেছে পুলিশ। বেসরকারি সূত্রে পাওয়া খবরে জানলাম করোনা রুগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হওয়া এক ডাক্তার দম্পতিকে এলাকা ছাড়তে বাধ্য করেছে কিছু বর্বর আর অবিবেচক মানুষ। এদেরকে কি বলবো, এতো পাশবিক আর নির্দয় আর নির্লজ্জ জাতি মনে হয় আর হয়না! বাংলাদেশে শিক্ষার হার বেড়ে ৭৩.৯% হয়েছে কিন্ত শিক্ষার লক্ষ্য কি অর্জিত হচ্ছে ?
ইতালীতে আজ মোট ২৯৭২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ৬০২ জন। আজকে আক্রান্তের সংখ্যা কমলেও মৃতের সংখ্যা বেড়েছে, মারা গেছেন মোট ১৩০ জন ডাক্তার । জাতীর এই ভয়াবহ বিপদে তাদের এই আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
করোনা আক্রান্তরা অভিশপ্ত নয়! আমি, আপনি, আমরা যে কেউ যেকোন সময় আক্রান্ত হতে পারি। করোনায় আক্রান্ত মানুষদের ও তাদের পরিবারকে হেয় প্রতিপন্ন করলে বা নিপিড়ন করলে তা প্রশাসনিকভাবে শক্ত হাতে দমন করতে হবে। আসলে কিছু মানুষ দেখতে মানুষের মতো হলেও এদের আচরণ কোন কোন ক্ষেত্রে পশুকেও হার মানায় কারণ তাদের বিবেক মৃত-
“তাদের অন্তর রয়েছে, তার দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে, তার দ্বারা দেখে না, আর তাদের কান রয়েছে, তার দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তাদের চেয়েও নিকৃষ্টতর।”
( সূরা আল আ’রাফ,আয়াত ১৭৯)
১৫/০৪/২০২০
মিলান, ইতালী।
তথ্যসূত্র – লা রিপাবলিকা, ডেইলী স্টার , সিলেটের ডাক।