নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানীর বিভিন্ন রাজপথ এবং অলিগলি নিজেদের দখলে রেখেছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। শুক্রবার রাত থেকেই দলবেঁধে বিভিন্ন মোড়ে অবস্থান নেয় ক্ষমতাসীনরা।
শনিবার (১০ ডিসেম্বর) প্রায় প্রতিটি থানা-ওয়ার্ডে মিছিল করেছেন নেতাকর্মীরা। পিকআপ এবং মোটরসাইকেল নিয়ে মহড়াও দেন তারা। ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘বিএনপির দালালরা হুঁশয়ার, সাবধান’- এসব নানা স্লোগান দিতে শোনা যায় তাদের।
বনানী-মহাখালীতে দিনভর শান্তি সমাবেশ গণ মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ১৯-২০নং ওয়ার্ড ও বনানী থানা আওয়ামী লীগ কর্তৃক গণ মিছিল বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
সরেজমিন দেখা গেছে, বেলা ৩টার দিকে ডিএনসিসির ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাছিরের নেতৃত্বে কাঁচা বাজার এলাকা থেকে একটি মিছিল মহাখালীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল করে।
এছাড়া বনানী থানা ও এর অন্তর্ভুক্ত ছাত্রলীগ এবং তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ মহাখালীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে মহড়া দিয়েছে। ছাত্রলীগ নেতাদের নেতৃত্বে মোটরসাইকেল মহড়া, বিভিন্ন স্পটে অবস্থান বা কোথাও কোথাও মিছিল করতে দেখা গেছে।