প্রত্যয় ডেস্ক: প্রকৃতির ইঞ্জিনিয়ার। পাখিরা তো আসলে তাই। এক একটা খড়কুটো সাজিয়ে নিজেদের থাকার বাসা বানায় তারা। মানুষের মতো পাখিরাও তাদের বাসা বানায় যত্ন করে। আমরা তার বহু প্রমাণ আগেও পেয়েছি। বাবুই পাখির বাসা দেখে ভাবতে বসতে হয়, কী করে এমন বাসা বানায় ওরা! ঠিক তেমনই মানুষকে অবাক করে দিতে বাসা বানিয়েছে এই পাখিটি। গাছের পাতার ভেতর সুন্দর করে গড়া সেই বাসা।
তার নিজের হাতে গড়া ভালোবাসার রাজপ্রাসাদ। সেখানে তার ডিমগুলো সযত্নে রাখা রয়েছে। আশপাশে অসাধারণ প্রাকৃতিক শোভা। তারই মধ্যে পাখিদের কলতান। প্রকৃতি যেন নিজে থেকেই এসে তার সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে। সবুজ পাতার আড়ালে সেই বাসা দেখার মতো। অবাক চোখে তাকিয়ে মেনে নিতে হয়, পাখিরাই প্রকৃতির আসল ইঞ্জিনিয়ার। একজন টুইটার ইউজার প্রথম এই পাখির বাসাটির ভিডিও শেয়ার করেছিলেন।
তারপর সেই বাসা দেখে অনেকেই বলছেন এটি ইঞ্জিনিয়ার বার্ডের অসাধারণ শিল্প সৃষ্টি। ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে। মানুষ মুগ্ধ হয়ে দেখছে প্রকৃতির আসলে রূপ।