দৈনিক প্রত্যয় ডেস্কঃ আজ ৮ জুলাই ২০২০, বুধবার। ২৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১৪৯৭- পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামা প্রথম ইউরোপিয়ান হিসেবে লিসবন থেকে সাগরপথে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেন। তিনি পরের বছর ১৪৯৮ সালের ২০ মে ভারতের কালিকট (কেরালা) বন্দরে পৌঁছান।
১৮১৭- কলকাতা বুক সোসাইটি স্থাপিত হয়।
১৮৫৮- সিপাহী বিদ্রোহের অবসানের পর লর্ড ক্যানিং ‘শান্তি’ ঘোষণা করেন।
১৯১৮- ভারতের সংবিধান সংস্কার সম্পর্কে মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট প্রকাশিত হয়।
১৯২০- কেনিয়া অধিগ্রহণ করে ব্রিটেন।
২০০৬- দীর্ঘ ৪৪ বছর বন্ধ থাকার পর চীনের সঙ্গে বাণিজ্যের উদ্দেশ্যে নাথুলা পাস সীমান্তপথ খুলে দেয় ভারত। এই সীমান্তপথটি ভুটান-চীন-ভারতের সংযোগস্থলে। এই পথ দিয়েই কৈলাস সরোবরে তীর্থযাত্রায় যায় পূণ্যার্থীরা।
জন্ম:
১৯১৪- ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।
১৯৭২- ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।
১৯৮১- রুশ প্রমিলা টেনিস তারকা আনাস্তাসিয়া মিসকিনা।
মৃত্যু:
১৯৪৮- দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেভ নোর্স।
১৯৯৪- উত্তর কোরিয়ার জনক কিম ইল-সাং।
১৯৯৭- বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম।
২০১১- বাংলাদেশি চিত্রশিল্পী আমিনুল ইসলাম।
ডিপিআর/ জাহিরুল মিলন