ধর্ম ডেস্ক: প্রশ্ন : ইতেকাফে বসে মসজিদে রোগী দেখে ব্যবস্থাপত্র দেওয়া ও ফি গ্রহণ করা যাবে?
উত্তর : কোনো ডাক্তার যদি ইতেকাফ করেন, এমতাবস্থায় মসজিদে অসুস্থ ব্যক্তিকে দেখে বা রোগীর অবস্থার বিবরণ শুনে চিকিৎসা দিতে পারবেন বা ব্যবস্থাপত্র লিখে দিতে পারবেন। সে রোগী ইতেকাফে অবস্থানকারী হোক বা না হোক।
এটি ইতেকাফের পরিপন্থী বিষয় নয়। বরং এতে আরও বেশি নেকি লাভ হবে। তবে এর জন্য কোনো ফি বা বিনিময় গ্রহণ করা যাবে না। (ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ)।