ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. হালিমা খাতুন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও আইন বিভাগের শিক্ষক।
শনিবার অধ্যাপক ড. হালিমা খাতুন এ দায়িত্ব পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিভাগীয় সূত্রে জানা যায়, প্রফেসর ড. হালিমা খাতুন ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নিয়োগপ্রাপ্ত সভাপতি নয়। বিভাগের চারজন শিক্ষকই প্রভাষক। কোন সহকারী অধ্যাপক না থাকায় পদাধিকারবলে অনুষদের ডিন এই দায়িত্ব পালন করবেন। তিনি আগামীকাল সভাপতি হিসেবে যোগদান করবেন।
এর আগে ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ট্রেজারার ও আইন বিভাগের প্রফেসর ড. সেলিম তোহা। ট্রেজারার হিসেবে মেয়াদ পূর্ণ হওয়ায় তিনি বিভাগের প্রফেসর হিসেবে যোগদান করেছেন। সেই প্রেক্ষিতে ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি পদ শূণ্য হয়। তাই পদাধিকারবলে অনুষদীয় ডিন এ দায়িত্ব পালন করবেন।