প্রত্যয় ডেস্ক, কক্সবাজার প্রতিনিধিঃকক্সবাজার জেলার উখিয়া থানার ওসি মর্জিনা আকতার সহ ৪ জনের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছে এক কলেজ ছাত্রী । মামলার এজাহারে উখিয়া থানার ওসি মর্জিনা আকতার ,কনস্টেবল মােঃ সুমন , পুলিশ পরিদর্শক (তদন্ত )নুরুল ইসলাম ও এ.এস আই মােঃ শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । মঙ্গলবার ২৫ আগস্ট কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -৩ এ রিয়াদ সােলতানা নুরী নামের এক মহিলা মামলাটি দায়ের করেন । আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন । বাদি কক্সবাজারের একটি বেসরকারী কলেজের ছাত্রী বলে জানা গেছে । তিনি নারী নির্যাতন আইনের ৯ ( ১ ) তৎসহ দঃবিঃ আইনের ৩২৩/৩২৪/৩৪২/৩৭৯/৫০৬ ধারা মতে অভিযােগ আনেন । মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পি.পি এড . একরামুল হুদা ।