নিজস্ব প্রতিবেদক: র্যাবের অভিযানে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে নিয়ে উত্তরার একটি ভবনে অভিযান চালানো হবে। এজন্য ভবনটি ঘিরে রাখা হয়েছে।
রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের ভবনটি বুধবার সকাল থেকে সেক্টর -১১ এর ২০ নম্বর সড়কের ওই ভবনটি ঘিরে রাখা হয়েছে। সাহেদকে নিয়ে এই ভবনের ফ্ল্যাটে অভিযান চালানো হবে। তবে এটি সাহেদের নিজস্ব ফ্ল্যাট কি না, তা এখনও নিশ্চিত হতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
অভিযানের জন্য আজ সকাল থেকেই ভবন ও ফ্ল্যাটের বাইরে র্যাব সদস্যরা রয়েছেন। সাহেদকে বর্তমানে র্যাব সদর দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাবাদ শেষে তাকে নিয়ে দুপুরে উত্তরার ওই ফ্ল্যাটে অভিযান চালানো হতে পারে।