দৈনিক প্রত্যয় ডেস্কঃ শার্শা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী, ডাক্তার ও নার্সদের জন্য পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের সূরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারন এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ ইউসুফ আলীর কাছে এই সূরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ প্রাদুর্ভাবজনিত কারনে সমগ্র পৃথিবী জুড়ে চলছে মহামারি পরিস্থিতি। অন্যান্য করোনা যোদ্ধাদের মধ্যে ডাক্তার, নার্স ও করোনায় আক্রান্ত রোগীরাও প্রতিনিয়ত করোনার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। তাদের সূরক্ষার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিতায় শার্শা উপজেলা সমাজসেবা অধিদপ্তর শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত ডাক্তার, নার্সের জন্য পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্ক ও চিকিৎসারত রোগীদের মাঝে মাস্ক, হেক্সিসল, সাবান, টিস্যুসহ বিভিন্ন সূরক্ষা সামগ্রী বিতরণ করেন।
শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল ওহাবের তত্ত্বাবধানে উক্ত সূরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্বাস্থ্য কমপ্লেক্স এর অন্যান্য ডাক্তার, নার্স, সাংবাদিক ও অন্যান্য গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
ডিপিআর/ জাহিরুল মিলন