সরকার রাজীব, স্টাফ রিপোর্টারঃচলমান মশা নিধন অভিযানে রাজধানীতে মহাখালীর টি.বি. গেইট এলাকায় পারটেক্স গ্রুপের প্রধান কার্যালয়ে ফের এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় এক লক্ষ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
সোমবার (৬ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে পারটেক্স গ্রুপকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ডিএনসিসি’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মহাখালীর টি.বি. গেইটে পারটেক্স গ্রুপের প্রধান কার্যালয়ের পেছনে একটি বড় গরুর খামারে অপরিচ্ছন্ন, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশ পরিলক্ষিত হয়।
সেখানে বেশ কিছু পরিত্যক্ত কন্টেইনার, বোতলসহ বিভিন্ন পাত্রের ভেতরে এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া যায়। দেশব্যপী পরিচ্ছন্নতা অভিযান, ব্যাপক প্রচারণার পরেও এডিস মশার লার্ভা ও এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী পারটেক্স গ্রুপকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে তদের সচেতন হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন দৈনিক প্রত্যয়কে বলেন, পারটেক্স গ্রুপে পাওয়া লার্ভা গুলো এমন অবস্থায় ছিল যে, দু’একদিনের মধ্যে এগুলো কামড় দেওয়ার মতো, ডেঙ্গু হওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে। এ ক্ষেএে উনারা সচেতন না। আমরা বিভিন্ন যায়গায় সবকিছু সার্চ করলাম, দেখলাম। নিয়মিত অভিযানে আমরা যে মামলা করি সে মামলায় উনাদের ১ লক্ষ টাকা জরিমানা দায়ের করেছি এবং জরিমানা আমরা আদায় করছি।
তিনি বলেন, ভবিষ্যতে এই জায়গাটি হট স্পট হিসেবে আমি চাই যেন আমাদের অ্যাপসের মধ্যে দেয়া হয়। এটি একটি এডিস মশার লার্ভার পয়েন্ট। এটা নিয়ে এখানে এডিস মশার লার্ভা থার্ড টাইম পাওয়া গেছে। আগামীতে যেন এখানে এডিস মশার লার্ভা পাওয়া না যায়, তারা যেন সচেতন হয়, পারটেক্স গ্রুপের ম্যানেজমেন্টসহ সকলকে আমরা নির্দেশনা দিয়েছি।