ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের (এসএম হল) একটি রুমের ছাদের পলেস্তারা খসে পড়েছে আজ(২৪ অক্টোবর) । সকালে হলের ১৩৬ নম্বর রুমে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন।জানা যায়, আহত শিক্ষার্থীর নাম কামরুল হাসান। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অল্পের জন্য তার চোখ রক্ষা পেয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী কামরুল হাসান গণমাধ্যমকে জানান, আমি হলের ১৩৬ নম্বর রুমে থাকি। আজ ঘুমের মধ্যে কপালের ওপর খসে পড়েছে ছাদের পলেস্তারা। সামান্য এদিক সেদিক হলেই আমার চোখ চলে যেত। আমার কপাল কেটে গেছে। আমি ঢাকা মেডিকেলে ডাক্তার দেখিয়েছি।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পুরনো হলগুলের মধ্যে একটি সলিমুল্লাহ মুসলিম হল। হলের বিল্ডিংগুলো পুরাতন হওয়ায় প্রায়ই ঘটছে নানা ঘটনা। কিছুদিন আগে হলের একপাশে অনেক বড় ফাটল দেখা দেয়। পরে ওইপাশে থাকা শিক্ষার্থীদের সরিয়ে নেয় হল কর্তৃপক্ষ।এছাড়া নবীন শিক্ষার্থীদেরও কিছুদিন এ হল বরাদ্দ দেওয়া বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন।