কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফ থানায় আবারও মামলা দায়ের করেছে সাবেক ওসি প্রদিপ কুমার দাশসহ ২৩ জনের বিরুদ্ধে।
জানা যায়, প্রবাসী মাহমুদুর রহমান কে ক্রসফায়ার দেয়া হবে বলে ১০ লাখ টাকা দাবি করে ওসি প্রদিপ কুমারসহ ২৩ জন।পরে প্রবাসী মাহমুদুর রহমান সম্পূর্ণ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওসি প্রদিপকে পরে পাঁচ লাখ টাকা দেয় । কিন্তু ঐ ৫ লাখ টাকায় ক্ষান্ত না হয়ে আবারও আরো পাঁচ লাখ টাকা না দেয়ায় মাহমুদুর রহমান নামের প্রবাসীকে ক্রসফায়ারের নামে হত্যার করা হবে বলে এই ভয়ভীতি প্রদর্শন করে।
প্রবাসী মাহমুদুর রহমান ক্রসফায়ার দিয়ে হত্যার অভিযোগ দায়ের করে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ২৩ জনের বিরুদ্ধে। ক্রসফায়ার দিয়ে হত্যা মামলার এজাহার দায়ের করা হয় আজ ২৬ আগষ্ট বুধবার সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ ৩ আদালতে ।উল্লেখ্য যে বেলা ২টার সময় শুনানী শেষে এজাহারটি মামলা রুজু না করে আগে ওই ঘটনায় অন্য কোনো হত্যা মামলা দায়ের হয়েছে কিনা তা জানাতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।
এর সত্যতা নিশ্চিত করতে বাদী পক্ষের আইনজীবি ইনসাফুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে মাহমুদুর রহমানের দায়ের করা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন