প্রত্যয় ডেস্ক: বিবাদপূর্ণ নাগোরনো-কারাবাখ ঘিরে আজারবাইজান এবং আর্মেনিয়ার সামরিক বাহিনীর মধ্যে সংঘাত এখনও চলছে। বৃহস্পতিবারও দুই দেশের সামরিক বাহিনীর সদস্যরা হামলা পাল্টা-হামলা চালিয়েছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। এদিকে, নাগোরনো-কারাবাখের সংঘাত ঘিরে দক্ষিণ ককেশাস অঞ্চলে যুদ্ধ এড়াতে জেনেভায় যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ফ্রান্সের প্রতিনিধিরা বৃহস্পতিবার বৈঠকে বসছেন।
আজারবাইজান বলছে, বৃহস্পতিবার ভোরের দিকে আর্মেনীয় সামরিক বাহিনী গাঞ্জা শহরে গোলাবর্ষণ করেছে। এছাড়া গোরানবয় অঞ্চলে আর্মেনীয় গোলায় এক আজারি নিহত হয়েছেন। জাতিগত আর্মেনীয় সামরিক বাহিনী আজারবাইজানের আরও বেশ কয়েকটি গ্রামে হামলা অব্যাহত রেখেছে।
গত ২৭ সেপ্টেম্বর নাগোরনো-কারাবাখ অঞ্চলে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্মেনিয়ার হামলায় আজারবাইজানের অন্তত ৩০ বেসামরিক নাগরিক নিহত এবং ১৪৩ বেসামরিক আহত হয়েছেন বলেও জানিয়েছে বাকু। তবে দেশটির সামরিক বাহিনীর কোনও হতাহত হয়েছে কিনা, সেবিষয়ে তথ্য দেয়া হয়নি। নাগোরনো-কারাবাখের ভেতরে এবং বাইরে আজারি-আর্মেনীয় হামলায় তিন শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।
সাবেক সোভিয়েত ইউনিয়নভূক্ত দেশ দুটির মাঝে নাগোরনো-কারাবাখ ঘিরে কয়েক দশকের পুরনো সংঘাত রয়েছে। আজারবাইজানের ভেতরে অবস্থিত জাতিগত আর্মেনীয়দের শাসনাধীন নাগোরনা-কারাবাখকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল হিসেবে মনে করে আজারবাইজান। আন্তর্জাতিক আইনেও নাগোরনো-কারাবাখ অঞ্চল আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত।
এদিকে, নাগোরনো-কারাবাখ কর্তৃপক্ষ বলছে, কৌশলগত পরিস্থিতি রাতারাতি বদল হয়নি। কিছু কিছু এলাকায় রকেট এবং গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। অঞ্চলটির প্রধান প্রশাসনিক কেন্দ্র স্টেপ্যানাকার্টেও গোলাবর্ষণ হয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। ইউরোপের অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশনের মিনস্ক গোষ্ঠী ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র নাগোরনো-কারাবাখ সংঘাতে মধ্যস্থতায় এগিয়ে এসেছে। নাগোরনো-কারাবাখে গত ২৫ বছরের মধ্যে চলমান সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের অবসানে অস্ত্রবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে বৈঠকে বসছে ওই তিন দেশ।
জেনেভায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে অংশ নিচ্ছেন না বলে জানিয়ে দেয়া হয়েছে। আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে অংশ নিতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া আগামী সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়ার প্রতিনিধিরা আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে নাগোরনো-কারাবাখ সংঘাত নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন।