প্রত্যয় স্পোর্টস ডেস্ক: কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে, জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ৫০ বছর বয়সি কোচ এই মুহূর্তে আইসোলেশনে আছেন নিজ বাসায় এবং তার মধ্যে কোনো লক্ষণ নেই।
মাদ্রিদে প্রাক-মৌসুম সফর শেষে বৃহস্পতিবার ঘরে ফেরে অ্যাটলেটিকো দল এবং স্টাফরা। পরবর্তীতে শুক্রবার করানো করোনা টেস্টে নিশ্চিত হওয়া যায়, আক্রান্ত সিমিওনে। ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলে, ‘নতুন করে নেওয়া নমুনা পরীক্ষার পর জানা গেছে যে আমাদের ট্রেইনার ডিয়েগো সিমিওনে কোভিড-১৯ পজিটিভ। ভাগ্যক্রমে, আমাদের কোচের মধ্যে কোনো লক্ষণ নেই এবং আইসোলেশনে আছেন তার বাসায়।’
দলের অনুশীলনে শনিবার থেকে অনুপস্থিত সিমিওনে। তার দল লা লিগার নতুন মৌসুম শুরু করবে ২৭ সেপ্টেম্বর, গ্রানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে যদিও ওই ম্যাচ শুরুর সময়টা এখনো নির্ধারিত হয়নি। অ্যাটলেটিকোকে অতিরিক্ত সময় বিশ্রাম দিতেই মুলত এতটা বিলম্ব।