নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজে স্থাপিত করোনা টেস্ট বুথের স্বেচ্ছাসেবীদের সাথে কলেজের কর্মচারীদের সংঘর্ষ হয়েছে। গতরাত পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে।
স্বেচ্ছাসেবীরা অভিযোগ করে বলেন, কলেজের কর্মচারীরা অনেকদিন ধরে তাদের সাথে অসহযোগীতামূলক আচরণ করছে। তাদের মনোভাব এমন, যেন এই কলেজ প্রাঙ্গন থেকে করোনা টেস্টের জন্য স্থাপিত বুথ গুলো উঠিয়ে নিয়ে যাওয়া হয়। মূলত সেই তিক্ততা থেকেই এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে মনে করছে পুলিশ।
স্বেচ্ছাসেবীরা জানায়, কর্মচারীদের হামলায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছে। যাদের পরবর্তীতে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
তিতুমীরের কর্মচারীরা পাল্টা অভিযোগ করে বলেন, রমজান মাস থেকেই করোনা বুথের স্বেচ্ছাসেবীরা রাতের বেলা কলেজে অসামাজিক কর্মকান্ড করছে। এছাড়া তারা কলেজ কর্মচারীদের হেয় চোখে দেখে নির্যাতন করতো, এ নিয়ে প্রতিবাদ করলে স্বেচ্ছাসেবীরা তাদের উপর হামলা করে।
তারা জানান, স্বেচ্ছাসেবীদের হামলায় শাহাবুদ্দিন নামে তিতুমীর কলেজের এক কর্মচারী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই ঘটনার প্রতিবাদে করোনা বুথের স্বেচ্ছাসেবীরা কিছুক্ষণ তিতুমীর কলেজের সামনের রাস্তাটি অবরোধ করে রাখে। পরে পুলিশের অনুরোধে তারা রাস্তাটি ছেড়ে দেয়।