চবি প্রতিনিধি||
করোনা ভাইরাস মানুষের জীবনযাত্রাকে হুমকির সম্মুখে ফেলে দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে এমন অনেক পরিবার আছে যারা এই করোনা পরিস্থিতিতে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মৌলিক চাহিদাসমূহ মেটাতে পারছে না, অনেকেই আবার এ দুর্দশার কথা মুখ ফুটে বলতে পারছে না।
শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এরই মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় ‘করোনা ভাইরাস’ দুর্যোগকালীন বিশেষ বৃত্তি’র উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এরইমধ্যে অস্বচ্ছল শিক্ষার্থীদের থেকে নির্ধারিত নিয়মে আবেদনের আহ্বান জানিয়েছেন তারা।
চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. এমদাদুল হক ও সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মনজুরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা (কোভিড-১৯) মহামারি পরিস্থিতিতে চবিতে অধ্যয়নরত আর্থিকভাবে সঙ্কটাপন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর তাগিদ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ‘করোনা (কোভিড-১৯) দুর্যোগকালীন বিশেষ বৃত্তি’ শিক্ষার্থীদের প্রদান করবে। এ বৃত্তির পরিমান শিক্ষার্থীর আর্থিক অবস্থা বিবেচনায় নির্ধারিত হবে।
উল্লেখ্য শিক্ষার্থীদের ব্যাক্তি মর্যাদা সমুন্নত রাখতে আবেদনকারী এবং তালিকাভুক্ত বৃত্তি গ্রহীতাদের ব্যক্তি-পরিচয় সমিতি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করবে।
বৃত্তির শর্তাবলী ও তালিকা প্রনয়নের ক্ষেত্রে যেসব বিষয়াবলীকে প্রাধান্য দেয়া হবে-
ক) যে সব শিক্ষার্থীর বাবা/ উপার্জনক্ষম অভিভাবক জীবিত নেই এবং আর্থিকভাবে অস্বচ্ছল।
খ) যে সব শিক্ষার্থীর বাবা/মা কর্মহীন;
গ) যে সব শিক্ষার্থীর বাবা-মার উপার্জন অপ্রতুল।
ঘ) যে সব শিক্ষার্থী প্রতিবন্ধী ও পরিবার অস্বচ্ছল।
আবেদনের নিয়মাবলী:
নিম্নবর্ণিত যে কোনো একটি মাধ্যমে আবেদন করা যাবে
১) এই লিঙ্কে অনলাইনে তথ্য প্রদানের মাধ্যমে – https://forms.gle/VPpQB8GQJE3aecFu9
২) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আইডিতে – cuta@cu.ac.bd এই ইমেইলের মাধ্যমে।
৩) ইন্টারনেটে যোগাযোগ সম্ভব না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিভাগীয় সভাপতির সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমেও আবেদন পক্রিয়া সম্পন্ন করা যাবে।
বৃত্তির আবেদনের শেষ তারিখ – ২৭ এপ্রিল ২০২০, সোমবার।