বিশেষ প্রতিবেদন,কলকাতা:
ফের বিতর্কে পশ্চিমবাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার তাঁর সমালোচনার বিষয়, রাজ্যে করোনা পরীক্ষা। স্পষ্ট জানতে চাইলেন, রাজ্যে কতগুলি করোনা পরীক্ষার রিপোর্ট বাকি পড়ে রয়েছে? এই প্রশ্ন তাঁর রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের কাছে। সোমবার টুইট করে রাজ্যপাল জানান, রাজ্যে অন্তত ৪০ হাজার নমুনা পরীক্ষার রিপোর্ট বাকি পড়ে রয়েছে।
এদিন টুইটে রাজ্যপাল লেখেন, ‘ডেরেক ও’ব্রায়েনের কাছে আমি জানতে চাই, রাজ্যে কতগুলি করোনা পরীক্ষার রিপোর্ট বাকি পড়ে রয়েছে? মুখ্যসচিবকে আমি জানিয়েছি, রাজ্যে ৪০ হাজার করোনা পরীক্ষার রিপোর্ট বাকি পড়ে রয়েছে। এই যদি অবস্থা হয়, তা হলে বলতে হবে, রাজ্যের পরিস্থিতি ভয়ানক। এত দেরি করে রিপোর্ট এলে তো করোনা মোকাবিলার উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে।’ তিনি আরও জানান, রিপোর্ট পেতে দেরি হওয়ায় করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় রিপোর্ট যেতে ৭ থেকে ১০ দিন সময় লেগে যাচ্ছে। ভিনরাজ্যের যে সব শ্রমিক রাজ্যে এসেছেন, পরীক্ষার পর রিপোর্ট আসার আগেই তাঁরা বাড়ি ফিরে যাচ্ছেন। ফলে বিপুল সংখ্যায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। রাজ্যপালের এই টুইটের পর ফের রাজ্যে রাজনৈতিক শোরগোল পড়ে যায়। যদিও শাসক দল তৃণমূল বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নয়। রাজ্যপালের মন্তব্য সম্পর্কে কোনও নেতাই সরাসরি প্রতিক্রিয়া জানাননি। দলের তরফে এক নেতা জানান, তিনি কী বললেন, আর কী বললেন না, তা নিয়ে তাঁদের কোনও আগ্রহ নেই।
এদিকে, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭২। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় আকান্ত হয়েছেন ২৭১ জন। সুস্থ হয়ে উঠে ছাড়া পেয়েছেন ১৪৯ জন। এই মুহূর্তে ৩ হাজার ১৪১ জনের শরীরে করোনা ভাইরাস সক্রিয় রয়েছে বলে রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে। এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৮ জন। ফলে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৫ জন। কো–মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের।