প্রত্যয় কলকাতা ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বেলঘাটা গান্ধী ময়দান এলাকায় একটি ক্লাবে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ভবনের ছাদ উড়ে গেছে। মঙ্গলবার সকালের এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণে কোনো হতাহত হয়েছে কি না তা প্রাথমিকভাবে জানা যায়নি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, কলকাতার বেলঘাটায় মঙ্গলবার সকালের দিকে তীব্র বিস্ফোরণে একটি ক্লাবঘরের ছাদ উড়ে গেছে। বেলঘাটা গান্ধী ময়দানের কাছে দ্বিতল একটি ক্লাবে এই বিস্ফোরণ ঘটেছে। ক্লাবটিতে বিস্ফোরক রাখা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয় এক বাসিন্দা বলেন, সকাল ৭টার দিকে তীব্র আওয়াজ শুনতে পান তিনি। তাঁর মতো এলাকার অনেকেই সেই আওয়াজ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তাঁরা ক্লাবঘরের কাছে গিয়ে দেখতে পান, বিস্ফোরণে ক্লাবের দোতলার একটি ঘরের ছাদ উড়ে গেছে। দেয়ালের একাংশ ভেঙে গেছে। ভেতরে দেয়ালে প্রচণ্ড তাপে পুড়ে যাওয়ার মতো কালো দাগ।
খবর পেয়ে বেলঘাটা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশ। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন। বিস্ফোরণের ঘটনার পর ওই ক্লাবের সঙ্গে যুক্ত কয়েকজন দাবি করেন, দোতলার ওই ঘরে গ্যাসসিলিন্ডার রাখা ছিল। সেই সিলিন্ডার বিস্ফোরিত হয়ে থাকতে পারে।
তবে স্থানীয় বাসিন্দাদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক্লাবটি ‘রাজু নস্করের ক্লাব’ বলে পরিচিত। রাজু নস্কর ওই এলাকার তৃণমূল নেতা। চাঁদাবাজি, বোমাবাজি, গুলি চালানোর মতো অপরাধে এর আগে বেশ কয়েকবার গ্রেপ্তার হওয়া রাজু নস্কর এলাকায় ‘বাহুবলী’ হিসেবে পরিচিত।