প্রত্যয় ডেস্ক, অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধিঃ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার( সিবিএইচসি) এর আয়োজনে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ট্রাইবেল হেলথ প্রোগামের আওতায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবাদানকারীদের মোবাইল মেডিকেল টীম পরিচালনা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা বুধবার (৪ নভেম্বর) হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে শুরু হয়েছে । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষনের উদ্বোধন করেন ।
উদ্বোধন কালে প্রধান অতিথি ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী বলেন, সকলে যেন সেবাগ্রহীতাদের প্রতি ভালো ব্যবহার করেন সেই জন্য সকলকে সেই বিষয়ে সজাগ থাকতে হবে। তিনি আরোও বলেন পার্বত্যঞ্চলে দূর্গম প্রতিটি এলাকায় সরকার স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।
এইসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ ইসমাইল হুসাইন , ডাঃ তাহমিদুর রহমান, ডাঃ মোঃ তায়েফ মাহমুদ, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনে চিকিৎসক, নার্স, স্যাকমো, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, অফিস সহায়ক, পরিচ্ছন্ন কর্মী, ওয়ার্ড বয় এবং আয়া সহ ২ ব্যাচে সর্বমোট ৭০ জন অংশ নিচ্ছে ।