বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রচার ও প্রসারে যে সকল ধর্মীয় প্রতিষ্ঠান খেদমত করে যাচ্ছে নোয়াখালী কারামাতিয়া কামিল মাদরাসা তম্মধ্যে অন্যতম। ঐতিহ্যবাহী এ মাদরাসাটি হাদীয়ে বাঙাল ও আসাম খ্যাত উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হযরত মাওলানা কারামাত আলী জৌনপুরী (রহ.) ১৮৫০ খ্রি. সালে প্রতিষ্ঠা করেন। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বিত কারিকুলামে এ মাদরাসাটি পরিচালিত। বাংলাদেশে আধুনিক পদ্ধতির শিক্ষা কার্যক্রম, পাঠদান পদ্ধতি ও ফলাফলের দিক দিয়ে এ মাদরাসাটি শীর্ষস্থানে রয়েছে।
এ মাদরাসায় যুগের চাহিদার ভিত্তিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার গুণগত মান হিসেবে এ মাদরাসাটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাদরাসা সমুহের শীর্ষস্থানে অবস্থান করছে। মনোমুগ্ধকর পরিবেশ, সুরম্য দালানকোঠা, সুবিস্তৃত মাঠ, যাতায়াত সুবিধা, নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিবেচনায় জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। ছাত্র সংখ্যার দিক থেকে এ মাদরাসাটি অন্যান্য মাদরাসা থেকে এগিয়ে। বর্তমানে এ মাদরাসার শিক্ষার্থী সংখ্যা ২৪শ এর অধিক। এ মাদরাসাটি স্নাতকোত্তর পর্যায়ের। এ মাদরাসায় দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে সাধারণ বিভাগের পাশাপাশি বিজ্ঞান বিভাগও চালু রয়েছে। মাদরাসাটি প্রাথমিক স্তর থেকে স্নাতকোত্তর পর্যন্ত পরিচালিত এক অনন্য প্রতিষ্ঠান। প্রতিবছরের ফলাফল বিবেচনায় এ মাদরাসা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে শীর্ষস্থান দখল করে থাকে। বিগত কয়েক দশক ধরে মাদরাসাটি জেলার সর্বশ্রেষ্ঠ শিক্ষাঙ্গনের মর্যাদা ধরে রেখেছে। এ মাদরাসার অধ্যক্ষ মহোদয় ধর্মীয় ও আধুনিক জ্ঞানে অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি। তাঁর যোগ্যতা, দক্ষতা, সততা, বাক্যালাপে শব্দচয়ন, প্রাঞ্জলতা অতুলনীয়। এ মহান ব্যক্তিত্ব হলেন বাংলাদেশের প্রখ্যাত আলেম, মুফাচ্ছিরে কুরআন, জনাব ড. মুহাম্মদ আমীনুল্লাহ। তাঁর হাজারো প্রখ্যাত ছাত্র দেশ বিদেশে সরকারী বেসরকারী উচ্চপদে সমাসীন হয়ে বিভিন্ন পর্যায়ের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এ ছাড়া এ মাদরাসাটির সকল শিক্ষক দেশ বিদেশের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে সর্বোচ্চ ডিগ্রীধারী। তাঁরা অত্যন্ত আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছেন।
প্রতি বছর এ মাদরাসার শিক্ষার্থীরা ঢাবি,চবি,জবি, রাবি,জাবি,নোবিপ্রবি,কুবি,খুবিসহ সারাদেশের নামকরা সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধা তালিকার শীর্ষে থেকে বিভিন্ন বিষয়ে পড়াশুনা করে আসছে। সরকারের শিক্ষা কো কারিকুলাম পালনকারী মাদরাসা সমুহের মধ্যে এ মাদরাসা একেবারে সর্বশীর্ষে রয়েছে। এ মাদরাসা রোভার স্কাউট, গার্লস গাইড, ব্লাড ডোনেশান ক্লাব, রেডক্রিসেন্ট ক্লাব, স্বেচ্চাসেবী কার্যক্রম, মাদক ও যৌতুক বিরোধী কার্যক্রম, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমসহ সরকার ঘোষিত সকল নির্দেশনা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে পালন করে আসছে। এক কথায় এ মাদরাসা শিক্ষা দীক্ষা, দেশপ্রেম, মানবতাবোধ, সরকারী কার্যক্রম বাস্তবায়নে আন্তরিক।