নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদী তে পেট্রোল ও অকটেনে পরিমাপে ভয়াবহ কারচুপির অভিযোগে মেসার্স খান ব্রাদার্স ফিলিং স্টেশন মালিক কে ৬০ হাজার টাকা জরিমানা করেছে কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন এর নেতৃত্বে অভিযান চালিয়ে। সোমবার (২৫ অক্টোবর) কটিয়াদী পৌরশহর বাসট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা এই জরিমানা আদায় করা হয়।
জানা যায়, কটিয়াদী পৌর শহর বাসট্যান্ড এলাকার মেসার্স খান ব্রাদার্স ফিলিং স্টেশনে দীর্ঘ দিন ধরে পেট্রোল ও অকটেনে পরিমাপে ভয়াবহ কারচুপি করে আসছিল। প্রতি ৫ লিটার পেট্রোলে ৩০০ মিলি. ও প্রতি ৫ লিটার অকটেনে ৩০০ মিলি. কম দিয়ে গ্ৰাহকদের সাথে প্রতারণা করে আসছিল ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। সোমবার সকালে কিশোরগঞ্জ জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে পরিমাপে প্রতি ৫ লিটার পেট্রোল ও অকটেনে ৩০০ মিলি. কম পাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই জরিমানা করা হয়। এসময় অভিযানে কিশোরগঞ্জ জেলা স্যানিটারী ইন্সপেক্টর সংকর চন্দ্র পাল প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দিদারুল আলম রাসেল। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কটিয়াদী থানা পুলিশের একটি টিম। অপর দিকে অভিযান কালীন কটিয়াদী বাজারে মহাদেব মিষ্টান্ন ভাণ্ডার কে সতর্ক করা হয় এবং গ্রাহক স্বার্থ ভঙ্গের জন্য ২,০০০/ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
কটিয়াদী পৌরসভা নিরাপদ খাদ্য পরিদর্শক ও পৌরসভা স্যানিটারী ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল ‘সংবাদ সংকেত’ কে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করে জানান, উপজেলায় অভিযান চালিয়ে পেট্রোল ও অকটেনে পরিমাপে কারচুপি প্রমাণিত হওয়ায় মেসার্স খান ব্রাদার্স ফিলিং স্টেশন মালিক কে ৬০ হাজার টাকা ও মহাদেব মিষ্টান্ন ভান্ডার কে গ্ৰাহক স্বার্থ ভঙ্গের দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন : ভেজাল, প্রতারণা, কারচুপি করে ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করে এমন প্রতিষ্ঠান এর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার রক্ষায় সকল মহলের আন্তরিক সহযোগিতা কাম্য।