নিজস্ব প্রতিবেদক: ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিশোরগঞ্জে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ ও যুব প্রশিক্ষনার্থীদের নিয়ে সাংস্বৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
জাতীয় যুব দিবস (১ নভেম্বর) উপলক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়নের উপ-পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহাদাত হোসেন, এসাইড সংগঠনের সভাপতি মো: মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাইডের সম্পাদক এ. এম. উবায়েদ, সমন্বয় যুব সমাজকল্যাণ সংস্থার সম্পাদক ও সাংবাদিক ডা: আব্দুর রব প্রমুখ।
যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে সফল হয়েছেন এমন যুবদের মধ্য থেকে তাদের সফলতার গল্প তুলে ধরেন কিশোরগঞ্জের যুব উদ্যোক্তা আমিন সাদী। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক বিতরণ করা হয় পরে যুবদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।