বিশেষ প্রতিবেদক:অদ্য ০৪ জুলাই ২০২০ খ্রি. তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তর কতৃক জেলা সরকারি পরিবহন পুলে গাড়িচালক, স্পিডবোট চালক, মেকানিক ও হেলপারদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা’র শুভ উদ্বোধন ঘোষণা করেন কিশোরগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী।
উদ্বোধনী দিনে উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, কালেক্টরেটের এনডিসি জনাব মীর মোঃ আল কামাহ তমাল, বিআরটিএ ইন্সপেক্টর জনাব ফয়েজ আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর, কিশোরগঞ্জ মডেল থানাসহ অন্যান্যরা। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ, নৈতিকতা ও শুদ্ধাচার, গাড়িচালকদের ম্যানার্স ও এটিকেটস, কর্মচারীদের পেশাগত জ্ঞান ও শোভন পোশাক, গণকর্মচারী শৃঙ্খলা বিধিমালা, পথে প্রদর্শিত বিভিন্ন চিহ্ন ও সংকেত, সরকারি যানবাহন সমূহ যথাযথভাবে চালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষকগণ অংশগ্রহণকারীদের হাতে কলমে প্রশিক্ষণ দেবেন।