প্রত্যয় ডেস্ক: কিশোরগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে জেলার ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের আহসানউল্লাহ মিয়ার ছেলে সেলিম মিয়া (২৮) ও কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের বড়ছয়সূতি গ্রামের হারুন খন্দকারের ছেলে কামরুল খন্দকার (১৪)।
এলাকাবাসী জানায়, সকাল ১০ টার দিকে জেলে সেলিম মিয়া প্রতিদিনের মতো মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টিপাত শুরু হলে তিনি বজ্রপাতের শিকার হয়ে মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এদিকে শনিবার সকাল ৬টার দিকে কামরুল খন্দকার বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গিয়ে বজ্রপাত নিহত হয়েছে। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া ও কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।