বিশেষ সংবাদদাতা:গত ২৩ জুন ২০২০ খ্রি. তারিখে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর নিজস্ব উদ্যোগে সার্কিট হাউসের সম্মুখে করোনা ভাইরাসের (কোভিড -১৯) ক্রমবর্ধমান সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সাবান দিয়ে হাত ধোয়া সংক্রান্ত বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় এবং ক্যাম্পেইন শেষে দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ক্যাম্পেইন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার), সিভিল সার্জন, কিশোরগঞ্জ জনাব ডাঃ মোঃ মুজিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোঃ পারভেজ মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, ক্যাপ্টেন ইশরাত, বাংলাদেশ সেনাবাহিনী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহামুদুল হাসান, সাংবাদিক জনাব মোস্তফা কামাল, সাংবাদিক জনাব সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ চেম্বারের সভাপতি জনাব মোঃ মুজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ। ক্যাম্পেইন শেষে ৫০ জনের মাঝে স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী (মাস্ক, গ্লাভস, সাবান, হ্যান্ড স্যানিটাইজার) ও ১০০ জনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকবে।