নিজস্ব সংবাদদাতা:করোনা বিস্তার রোধ এবং এ সঙ্কট থেকে উত্তরণের জন্যে মাননীয় সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি মহোদয় এবং জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী মহোদয় উপজেলা প্রশাসনকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যেই মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী সর্বসাধারণের জন্য মাস্ক ব্যবহারের আবশ্যিকতা ঘোষণা করেছেন।
কিশোরগঞ্জ জেলায় করোনার প্রভাব কমাতে জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী মহোদয়ের কঠোর নির্দেশনা অনুযায়ী মানুষকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে আজ কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয় এবং বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্নজনকে মোবাইল কোর্টে দণ্ড আরোপ করা হয়।
এসময় বিভিন্ন জনকে মাস্ক পরিয়ে দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসউদ মহোদয়।
স্বাস্থ্যবিধি মেনে চলুন
কিশোরগঞ্জকে ভাল রাখুন।
উপজেলা প্রশাসন, কিশোরগঞ্জ সদর।
“সেবা ও সৃজনশীলতায় সর্বাগ্রে”