নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরীর নির্বাচনে বিশিষ্ট সাংবাদিক মু.আ.লতিফ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কিশোরগঞ্জ (৩রা ডিসেম্বর) জেলা পাবলিক লাইব্রেরীর ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীকে ১৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন সিনিয়র সাংবাদিক ও লেখক মু.আ. লতিফ । তার নিকটতম প্রতিদ্বন্ধী অ্যাডভোকেট মো. সাইফুল হক খান সাজন (চেয়ার) প্রতীকে পেয়েছেন ১৪৭ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন ১৯১ ভোট ও শেখ ফারুক আহমেদ হাতি প্রতীকে ১৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্ধী মো. রুহুল আমিন ফুটবল প্রতীকে পেয়েছেন ১৬৫ ভোট। কোষাধ্যক্ষ পদে সাংবাদিক সাইফ উদ্দিন আহমেদ লেনিন শাপলা ফুল প্রতীকে ১৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাংবাদিক মনোয়ার হোসাইন রনি রিকশা প্রতীকে পেয়েছেন ১৪৬ ভোট। দফতর সম্পাদক পদে এনামুল হক কামরুল ডাব প্রতীকে ১৬৫ ভোট পেয়ে জয়ী পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাংবাদিক মাজহার মান্না তারা প্রতীকে পেয়েছেন ১৫৫ ভোট।
সদস্য পদে যারা নির্বাচত হয়েছেন তারা হলেন অধ্যাপক সামিউল হক মোল্লা, নিজাম উদ্দিন শাহীন,মো. আবদুল রাশিদ ভূইয়া, সাংবাদিক অ্যাডভোকেট এবিএম লুৎফর রাশিদ রানা অ্যাড।
প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান মুক্তু বলেন, নির্বাচনে বিনা প্রতিদ্বন্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব বিন হায়দার, অ্যাডভোকেট শেখ একেএম নুরুন্নবী বাদল, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মো. ফজলুর রহমান দুলাল, সদস্য মহিলা সংরক্ষিত ফৌজিয়া জলিল নেন্সী ও লুৎফুন্নেছা।