কিশোরগন্জ সংবাদদাতা:২০১৯ সালের ১৩ মে তাড়াইল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন মো. মুজিবুর রহমান। সেখানে যোগদানের পর থেকেই তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে সোচ্চার থেকে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মনোযোগী হন।
থানা এলাকার বিভিন্ন স্থানে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিকারে জনগণের সাথে একের পর এক মতবিনিময় সভা করেন ওসি মো. মুজিবুর রহমান। তাঁর প্রচেষ্টা আর আন্তরিক সেবায় বদলে যায় তাড়াইল থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র।
এর মাঝেই বাংলাদেশে হানা দেয় চীনের প্রাণঘাতী করোনাভাইরাস কোভিড-১৯। কিশোরগঞ্জ জেলায় করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার আগে থেকেই পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নির্দেশনায় জনসচেতনতা সৃষ্টিতে মাঠে নামেন ওসি মো. মুজিবুর রহমান।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে তাড়াইল থানা এলাকায় দিনরাত উঠান বৈঠক-পথসভা আর লিফলেট বিতরণের মধ্য দিয়ে সচেতনতা সৃস্টি করেন।
আজ ওনারও করোনা পজেটিভ।
আল্লাহ ওনাকে যেন দ্রুততার সাথে সুস্হ্য করে তুলেন,সেই দোআ করি।।