নিজস্ব সংবাদদাতা:কিশোরগঞ্জ শুধু একটি জেলার নাম নয় এটি একটি ইতিহাসের নাম।
এই কিশোরগঞ্জের ইতিহাস মূলত স্বাধীন বাংলাদেশের ইতিহাস।এই ইতিহাসে জড়িয়ে আছে মুকুট বিহীন সম্রাট ঈসা খাঁনের নাম।
যার ভয়ে কেঁপে উঠত মোগলদের মসনদ।
*কিশোরগঞ্জের ইতিহাসে জড়িয়ে আছে হাজী এমদাদুল্লাহ মক্কী (রঃ) এর নাম।
*জড়িয়ে আছে আব্দুল হালিম হোসাইনি (রঃ) এর নাম।
*জড়িয়ে আতাউর রহমান খান (রঃ) এর নাম
রামায়ণেরর প্রথম মহিলা অনুবাদক চন্দ্রাবতির নাম।
*জড়িয়ে আছে প্রখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদীনের নাম।
*প্রথম বাংলার অস্কার বিজয়ী সত্যজিৎ রায়,
*জড়িয়ে আছে আনন্দ কিশের রায়ের নাম,
*জড়িয়ে আছে শ্রী এৈলোক্যনাথ চক্রবর্তী নাম বিটিশ বিরুধী আন্দোলনের প্রবক্তা।
*জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহিদ সৈয়দ নজরুল ইসলামের নাম।
*জড়িয়ে আছে শিক্ষা প্রসারের অন্যতম প্রাণপুরুষ শ্রী গুরুদয়ালের নাম।
*জড়িয়ে আছে পূর্ব বঙ্গের গভর্নর মোনায়েম
খানের নাম।
*জড়িয়ে আছে সাবেক সফল গভর্নর আতাউর রহমানের নাম।
*জড়িয়ে আছে বাংলাদেশের অন্যতম রাজনীতিবিদ ও মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নাম।
*জড়িয়ে আছে বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাম।
*সাবেক আওয়ামিলীগের সাধারণ সম্পাদক
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নাম।
*জড়িয়ে আছে সাবেক প্রধান বিচারপতি মুজাম্মেল হকের নাম।
*জড়িয়ে আছে সাবেক
শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের
নাম।
*জড়িয়ে আছে সাবেক পুলিশ প্রধান নুরুল ইসলামের নাম।
*জড়িয়ে আছে সাবেক গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের নাম।
*জড়িয়ে আছে বাংলাদের ক্রীড়াঙ্গনে আলোচিত এক নাম বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন নাম।
,*কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার
গুজাদিয়া গ্রামের কৃতি সন্তান ইলিয়াস কাঞ্চন।
* বাংলাদেশের ২য় বেসরকারী মেডিকেল কলেজের প্রতিষ্টাতা জহুরুল ইসলাম – শিল্প উদ্যোক্তা।
*আরো কিশোরগঞ্জের ইতিহাসে জড়িয়ে আছে বাংলাদেশের প্রত্যেক ভার্সিটিতে পড়া অসংখ্য অগনিত মেধাবী ছাত্র আগামী দেশের
কান্ডারীদের নাম।