এলকে জুবায়েদ হোসাইন, কুবি প্রতিনিধি: শীত এসে গেছে পৌষের খানিক আগে।তাপদহে উচ্চবিত্তরা পায় এসির শীতলতা, আর কুয়াশা ভরা দিনগুলোতে গায়ে জড়িয়ে নেয় দামি শাল কিংবা শীতের কোনো সৌখিন কাপড়। রাতে আবার বিদেশি হতে আমদানিকৃত মোলায়েম কম্বল গায়ে ঘুমিয়ে আগামী দিনের স্বপ্ন দেখে। নিম্নবিত্তরা সে মজা দুঃস্বপ্ন ভাবে।
আজ নিজের পাশাপাশি অন্যের কথা ভাবা মানুষেরা এক হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর ব্যাডমিন্টন কোর্টে। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আল-আমিনের সঞ্চালনায়, কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ইয়ুথনেট কুমিল্লার উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী সালমানপুর এলাকার অসহায় শীতার্ত ও বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাঃ হাবিবুর রহমান ও ফিন্যান্স এন্ড একাউন্টস দপ্তরের ডিরেক্টর ইনচার্জসহ ইয়ুথনেট কুমিল্লার সদস্যরা।
অধ্যাপক ড. মোহাঃ হাবিবুর রহমান বলেন, “মানুষ মানুষের জন্য। আমাদের সবসময় মানুষের পাশে থাকতে হবে, মানবতার কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। তারই ধারাবাহিকতায় আজকের ইয়ুথনেট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্বল বিতরন বিশ্ববিদ্যালয়ের ভিশন ও মিশন বাস্তবায়নে কাজ করবে।”