বিশেষ সংবাদদাতা,কলকাতা:
রাজ্য করোনা আক্রান্তের প্রকৃত সংখ্যা কত? তাতে ধন্ধ বাড়ল পশ্চিমবাংলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বিবেক কুমারের একটি চিঠিতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বৃহস্পতিবার কেন্ত্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সুদনকে তিনি ওই চিঠি পাঠিয়েছেন। সেখানে উল্লেখ রয়েছে, রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা নাকি ৯৩১ জন। তাঁদের শরীরে কোভিড–১৯ ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে।
কিন্তু বৃহস্পতিবার বিকেলে মুখ্যসচিব রাজীব সিনহা জানান, রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭২ জন। আর শুক্রবার সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫৯০ জন। আর বুধবার সংখ্যাটা ছিল ৫৫০ জন। এখন প্রশ্ন হল, তা হলে কোন হিসেবটা ঠিক? আর অন্যদিকে, শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে আপডেট দেয়, তাতে বলা হয়েছে সকাল আটটা পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭৯৫ জন। মৃতের সংখ্যাও ২২ থেকে ৩০ বলে সেখানে দেখানো হয়েছে। ফলে কেন্দ্রীয় সরকারে দেওয়া এই হিসেব কিন্তু সাধারণ মানুষকে রীতিমতো বিভ্রান্ত করছে বলে ওয়াকিবহাল মহলের বক্তব্য।
কথা হল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব কিন্তু রাজ্যের বুলেটিনে তার উল্লেখ থাকে না। তাই প্রশ্ন উঠেছে, তা হলে রাজ্য, না কেন্দ্র, কে ঠিক বলছে? ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে বিবেক কুমারের চিঠি নিয়ে। এই চিঠি রাজ্যে রাজনৈতিক বিতর্কও বাড়িয়ে দিতে পারে বলে অনেকে মনে করছেন। কেন্দ্রের হিসেবে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা শহরে আক্রান্ত হয়েছেন ৪৮৯ জন, হাওড়ায় ১৭৬ জন, উত্তর ২৪ পরগনা ১২২ জন, পূর্ব মেদিনীপুরে ৩৪ জন।