এবার কোকেনসহ বলিউডের এক নামকরা মেকআপ শিল্পীকে গ্রেফতার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তার কাছ থেকে ১১ গ্রাম কোকেন ও ৫৬ হাজার টাকা পাওয়া গেছে।
বুধবার মুম্বাইয়ের ওশিওয়ারা এলাকা থেকে সূর্য গোদাম্বে নামে ওই মেকআপ শিল্পী ও একজন অটোরিকশা চালককে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুম্বাই জোনাল ইউনিট এক বিবৃতিতে এ কথা জানায়। বিবৃতিতে বলা হয়, গ্রেফতার মেকআপ শিল্পী বলিউডের বড় বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছেন।
এনসিবির অভিযোগ, সূর্য মাদক কিনছিলেন আর অটোচালক যাদব তা পাচার করছিলেন। তিনি নাইজেরিয়ার সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে মনে করছে এনসিবি।
তল্লাশি চালিয়ে ১৬টি প্যাকেটে ১১ গ্রাম কোকেন পাওয়া গেছে। সঙ্গে নগদ ৫৬ হাজার টাকা। অটোরিকশাটিও জব্দ করেছে কেন্দ্রীয় সংস্থা। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত দুই অভিযুক্তকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এনসিবির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে মাদকচক্রের সক্রিয়তা নিয়ে বিতর্ক বাড়ছে। ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকাদেরও একাধিকবার এনসিবির মুখোমুখি হতে হয়েছে। দীপিকা থেকে শুরু করে অর্জুন রামপাল।
সম্প্রতি জেলবন্দিও হয়েছিলেন কমেডিয়ান ভারতী সিংহ ও তার স্বামী হর্ষ লিম্বালিয়া। এক মাসের ওপর জেলে কাটানোর পর জামিনে মুক্তি পেয়েছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। গ্রেফতারের প্রায় তিন মাস পর রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক গত ২ ডিসেম্বর জামিন পান।