শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি :
অদ্য ২৮/০৪/২০২১খ্রিঃ তারিখ বেলা অনুমান ০২.০০ ঘটিকার সময় জনৈক মাহবুব উদ্দিন কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ জেল রোড পয়েন্ট হতে সিএনজি যাহার রেজিঃ নং-সিলেট-থ-১১-৩৯৪৩ গাড়ী যোগে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্তর যাওয়ার পথে তার ব্যবহৃত ০১টি Mia2- Lite, মোবাইল সেট যার সংযোগ নং-০১৭৪৭-৯৭৯৩৯৩, মূল্য অনুমান ১৮,০০০/- (আঠার হাজার) টাকা অভিনব কৌশলে চুরি করে নিয়া যায়।
উক্ত ঘটনার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব এস এম আবু ফরহাদ সাহেবের দিক নির্দেশনায় এবং বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এসআই(নিরস্ত্র)/মোস্তাফিজুর রহমান নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/মোঃ সাজেদুল করিম সরকার সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে অদ্য ২৮/০৪/২০২১খ্রিঃ তারিখ বেলা অনুমান ২ .২০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন জিন্দাবাজার শুকরিয়া মার্কেটের সামনে হতে সিএনজি চালক মোঃ রুক্কু মিয়া (৩৭)’কে গ্রেফতার করত: তার হেফাজত হতে ঘটনায় ব্যবহৃত উল্লেখিত সিএনজি যাহার রেজিঃ নং- নং-সিলেট-থ-১১-৩৯৪৩ গাড়ী এবং চোরাইকৃত ০১টি Mia2- Lite, মোবাইল সেট উদ্ধার পূর্বক জব্দ করেন।
ঘটনার বিষয়ে জনৈক মাহবুব উদ্দিন (২১) বাদী হইয়া থানায় এজাহার দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮৯, তাং-২৮/০৪/২০২১খ্রিঃ, ধারা- ৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়। এসআই(নিরস্ত্র)/মোঃ সাজেদুল করিম সরকার মামলাটি তদন্ত করছেন।
গ্রেফতারকৃত আসামী হলো, মোঃ রুক্কু মিয়া (৩৭) পিতা- মোঃ বিল্লাল মিয়া, মাতা- সুফিয়া বেগম, সাং-লক্ষীপুর, থানা-লাখাই, জেলা-হবিগঞ্জ, বর্তমানে-শিবগঞ্জ (সুমন মিয়ার কলোনী), থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট।