রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে ক্রেতা সেজে জেলার চিহ্নিত মাদক ব্যাবসায়ী মোঃ আমিন শেখকে পাকড়াও করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মোঃ আমিন শেখ রাজবাড়ী সদর উপজেলার নীমতলা এলাকার নুরু শেখের ছেলে। শনিবার দিবাগত রাত সাড়ে দশটার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর শরিফ জানান, মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষনা করেছে রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় অথিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনের নেতৃত্বে দিনরাত কাজ করছে জেলা গোয়েন্দা শাখার প্রতিটি সদস্য।
তিনি জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ধুলদি জয়পুর এলাকায় মাদক ব্যাবসায়ী আমিন শেখ মাদক বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে। অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৪’শত পিছ ইয়াবা ও উদ্ধার করা হয়। এ ব্যপারে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মাদক ব্যাবসায়ী আমিন শেখের বিরুদ্ধে আগেও একাধীক মাদক মামলা আছে।